এক

আজ এই দিনে ১৯২০ সালে জন্মেছিল
বাঙালির এক সুযোগ্য সন্তান
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
দেশমাতৃকার নিবেদিত প্রাণ
বলিষ্ঠ কণ্ঠস্বর
বিশ্ব বরেণ্য নেতা।
যার ডাকে সাড়া দিয়েছিল
কোটি কোটি মানুষ;
এনেদিল দেশ, স্বাধীন ভূখণ্ড
বলা ও চলার স্বাধীনতা।
জীবনের মায়া,
স্বজনের মায়া,
হয়েছিল উপেক্ষিত।

             দুই

তুমি তো মানুষ নয় মহা মানব
যুগ যুগ ধরে বছরের পর বছর
স্মৃতি হয়ে রবে ইতিহাসের পাতায়
এক নেতা
এক পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তুমি অমর,
তুমি অক্ষয়,
তুমি বাংলার বুকে বহমান।