দূরত্ব যে কেবল মাইলেজ বা
স্থানের ব্যাবধানের মাপকাঠি হয়
তা কিন্তু নয়,
মনের টান পোড়নেও রয়েছে-
বিশাল দূরত্ব।
এক ছাদের নিচে
পাশাপাশি কামরায় থাকলেও
দূরত্ব থাকে অনেক,
আবার হাজার মাইলের ব্যাবধানও
যেন কিছুই না।
কথা হয়, দেখা হয়
শুধু স্পর্শ অনুভূতি থেকে
একটু দূরে আর কি;
দূরত্ব পরিমাপের জন্য আপেক্ষিক তত্ত্ব ছাড়া আর কিছু নেই।
আর মনের দূরত্ব মানেই
গা ঘেঁষে থাকলেও
যোজন যোজন দূরে অবস্থান নিয়ে
নীরব পৃথিবীর বাসিন্দা ছাড়া কিছু নয়।