বৃষ্টি দেখলেই মনে শিহরণ জাগে
রোদ দেখলেই মনটা চনমন করে
ঝড় দেখলেই মনে শঙ্কা জাগে
কুয়াশা দেখলেই মনটা শীতল হয়ে ওঠে
চাঁদ দেখলেই মনটা আনন্দে ভরে ওঠে
স্মৃতি আর উচ্ছ্বাসের খেলায় মেতে ওঠে।
এভাবেই দেখা হয় নানান দৃশ্যপট,
সময়ের পালা বদলে
যোগ সন্ধিক্ষণের মেল বন্ধনে
মনের দরজা খুলে
আবার হয়তো বন্ধ হয় অবলীলায়।