দৈন্যতা

দৈন্যতা ঘোচেনা আমার
দৈন্যতা ঘোচানে কারোরই
কেউ আছে অর্থের দৈন্যতা নিয়ে
কেউ সম্পদের দৈন্যতা নিয়ে
কেউ খাদ্যের দৈন্যতা নিয়ে
কেউ বস্ত্রের দৈন্যতা নিয়ে
কেউ আশ্রয়ের দৈন্যতা নিয়ে
কেউ জ্ঞানের দৈন্যতা নিয়ে
কেউ সম্মানের দৈন্যতা নিয়ে
কেউ ক্ষমতার দৈন্যতা নিয়ে
কেউ শক্তির দৈন্যতা নিয়ে
কেউ পদমর্যাদার দৈন্যতা নিয়ে
কেউ ধর্মের দৈন্যতা নিয়ে
সবাই আমরা বেঁচে আছি দৈন্যতা নিয়ে
দৈন্যতা ঘোচানে কারোরই।