আমার দুচোখের সীমানা জুড়ে
পৃথিবীর কিছু একটা দেখি।
চোখ জুড়াই,
যতই দেখছি
অনবরত চোখের পিপাসা বাড়ে
আরও দেখার ইচ্ছে জাগে।
মনের ক্ষুধা বাড়ে ঢের
দেখতে দেখতে অনেক অভাবী হয়ে যাচ্ছি
দেখার সাধ মেটে না
পাওয়ার সাধ মেটে না
দুচোখের দৃষ্টি সীমানা
আমাকে বারংবার টানে নতুনে
আরও চাই
যত পাই।