চাঁদ হতে চাই
মৃত্যুর পরে সবাই নাকি
আকাশে উড়ে যায়
সবাই নাকি তারা হয়।
আমি কিন্তু তা হতে চাই না,
আমার নিবুনিবু আলো
হওয়ার দরকার নেই,
আমার অনেক বড় হয়ে
অনেক বেশি দূরে
থাকার দরকার নেই,
আমি চাঁদ হতে চাই।
কাছে থেকে রূপালী আলো
ছড়িয়ে একফালি থেকে
পূর্ণাঙ্গ চাঁদ হতে চাই।
আমি যেন আলো নিয়ে
ভাসতে পারি,
আবার ঘোর অমানিশার
ডুবতে পারি।
আমি একটা চাঁদ হতে চাই।
আমি প্রেমিক প্রেমিকার
স্বপ্নের গল্প শুনতে চাই
আমি বাঁশীওয়ালার
সুর শুনতে চাই
আমি কবির কবিতায়
স্থান পেতে চাই
আমি শিল্পীর মনে
সুরের মূর্ছনায়
মিশে যেতে চাই।
মৃত্যুর পরে আবার
আমি একটা চাঁদ হতে চাই।