আজ বিজয়ের এই রাঙা সকাল
নুতন প্রজন্মের জন্য।
আজকের কুয়াশা ঢাকা ভোর
শিশিরভেজা সূর্যোদয়
নুতন প্রজন্মের জন্য।
আজ সকালের লাল সবুজের পতাকা
নুতন প্রজন্মের জন্য
আজকের ভোর,দুপুর ও বিকেলবেলা
অবাধ চলা, অবাধ বলা
স্বাধীন চেতনায় উদ্ভাসিত
প্রতিটি মূহুর্ত,
নুতন প্রজন্মের জন্য।
ত্রিশ লক্ষ জীবনের আত্মহুতি
দুলক্ষ নারীর ইজ্জত বিসর্জন
নুতন প্রজন্মের জন্য।
হে নতুন,
তোমাদের জন্য
তোমাদের বসতি
তোমাদের বাসযোগ্য ভূমি;
বিজয়ের চেতনায়।
প্রতিটি ভোর হোক রাঙা সকাল
নতুন আলোয় আলোকিত হোক
নুতন প্রজন্মের বন্ধন।