ভাষার জন্য যারা দিয়ে গেল প্রাণ
দিয়ে গেল কথা, দিল গান
রেখে গেল বাংলার মান।
বাংলা আমার মাতৃভাষা
মায়ের শেখানো বুলি,
শত আঘাত অত্যাচারে
কি করে একে ভুলি।
স্মৃতির মিনারে দিয়ে যাই ফুল
বিনম্র শ্রদ্ধায়
মিছিলে মিছিলে শ্লোগান মুখর
২১ ফেব্রুয়ারির ভোর বেলায়।
ভাষা আমার প্রাণের আকুতি
মন ও মননের বহিঃপ্রকাশ
ভাষার জন্য হল বাংলা ও
বাংঙালির আত্মপ্রকাশ।