রাত ১১:১০ ২০/০২/২২
আমি গর্বিত বাঙালি
আমার চিন্তায় বাংলা
আমার মননে বাংলা
আমি বাংলায় কথা বলি।
আমি বাংলায় কবিতা লিখি
আমি বাংলায় গান গাই
বাংলায় সুর মিলাই
আমি বাংলার পথে চলি।
আমি বাংলায় "মা" বলি
আমার স্মৃতি পটে
বাংলার ছবি ভাসে
হৃদয় আমার বাংলার জন্য কাঁদে
বাংলার জন্য হাসে।
বাংলা আমার -
আমি বাংলায় কথা বলি
আমি বাংলার কথা বলি।