অনেক সময় অতীতের সব কষ্ট মুছে ফেলি।
ভুলে যেতে চাই কষ্ট ভরা মুহূর্ত গুলো,
কিন্তু সামান্য হলেও কষ্টের হালকা দাগগুলো থেকেই যায়।
কোনো কিছু দিয়েই মুছে দেয়া যায় না।
কষ্ট আর ভালবাসা বিপরীতমুখী প্রতিক্রিয়া হলেও
শত ভালোবাসার মাঝেও কষ্ট যেন ছাইচাপা আগুনের মতো দাউদাউ করে জ্বলে ওঠে।
ভালোবাসা ভবিষ্যতের পথ দেখাতে নিয়ে চলে।
আর কষ্ট অতীত কে টেনে নিয়ে আসে।
অতীতকে ভুলতে চাইলেও ভোলা যায় না
সে তো ইতিহাসের পান্ডুলিপি হয়।
অনেক সময় অতীতের কষ্ট ভুলতে চাইলেও ভুলতে পারি না।
বারবার হাতছানি দিয়ে ডাকে আর বলে,
আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি
তোমাকে ছেড়ে যায়নি
তুমি ডাকো আর নাই-বা ডাকো
আমি তোমার সাথেই আছি।
অনেক সময় অতীতের কষ্ট ভুলতে চাইলেও ভুলতে পারি না কোন কিছুতে।