মা-বাবা শুক্রাণু - ডিম্বানুর নিষেক ঘটিয়েছেন
আমার মতো একটা
আপন মানুষ পাওয়ার জন্য।
ভালোবাসার শেষ ইচ্ছে পূরণ
পিতৃত্বের অহঙ্কার
মাতৃত্বের স্বাদ নিতে বাবা-মা
আমার মতো একটা আপন মানুষ পাওয়ার প্রত্যাশা করেছেন বহুদিন ধরে।
তারা আলাদা আলাদা ভাবে
আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন
বয়ঃসন্ধি পার হওয়ার পর থেকেই।
মায়ের অন্তঃসত্ত্বা হওয়ার পরেই
দুজনে আমার মতো একটা আপন মানুষের জন্য স্বপ্ন ছুঁড়েছেন আকাশ পর্যন্ত।
কখনও মায়ের পেটে হাত রেখে
কখনও মাথা রেখে কান পেতে
আমার শব্দ শোনার আমন্ত্রণ ছিলো বাবার।
কতো সুখ, কত আনন্দ!
মা শত কষ্ট সহ্য করেও
শুধু আমার মুখের একটি ডাক
শোনার জন্য সবকিছু মেনে নিতেন।
শুধু ভাবতেন আর বিরবির করে বলতেন
একটা আপন মানুষ আসছে!
আমি মাতৃগর্ভে অন্ধকারে হাবুডুবু খেলেও
বাইরে তাদের আনন্দের সীমা ছিলো না
আপন মানুষ পাওয়ার জন্য।
একটা আপন মানুষ।