"ভালোবাসা" একটা শব্দ
এর কোন ওজন নেই
এর কোন আয়তন নেই
এর কোন দূরত্ব নেই
এর কোন ঘনত্ব নেই
এর কোন পুরুত্ব নেই
এর কোন গন্ধ নেই
শুধু আছে আপেক্ষিকতা
যার জন্য কাছে টানে
যার জন্য দূরে ঠেলে দেয়।