১/
ভিজবো বলে পা বাড়ালাম
হাত বাড়ালাম ধরবো বলে
পিছু ডাকের সাড়া দিয়ে
ছুটে এলাম অন্তরালে।

২/
বৃষ্টি আসছে বৃষ্টি
মেঘে অনা সৃষ্টি
টাপুর টুপুর টুপটাপ
পড়ছে ফোটায় ঝুপঝাপ