আমাদের খোকাবাবু
খায় আলু ডিম।
তাই খেয়ে খোকাবাবুর
চোখে অাসে ঘুম।


হাত পায়ে হেঁটে চলে
খোকন সোনা যে
ধরতে গেলে দৌড় দেয়
ফোকলা দাঁতে সে।



মেঘ চাইতে বৃষ্টি
কি আনন্দের সৃষ্টি,
কিন্তু সেই বৃষ্টি
যদি হয় অতিবৃষ্টি?