আমিও

আমিও আর সবার মতো
সবার সাথে  ভালো থাকতে চাই
জীবনের যা যা প্রয়োজন
সব কিছু পেতে চাই অনায়াসে
কিন্তু এখানে সহজ সমীকরণ হয় না
হারজিত, পাওয়া না-পাওয়ার দ্বন্দ্বে
দুর্বলরা হারে সবলরা জিতে
সব বুঝেও কিছু করার নেই আমার
শুধু মেনে নেই অনায়াসে।