আমি তোমাদেরই একজন
আমাকে নিয়ে তোমাদের কথার ঝুড়িতে
কথার শেষ নেই।
আমি অনেক গুণে গুণান্বিত
আমি অনেক জ্ঞানে জ্ঞানী
আমি সকলের মাঝে সমাদৃত
আমি পুরস্কৃত,
আমি জন নন্দিত
আমার সংস্পর্শে অনেকে হয়েছে ধন্য
আমার স্পর্শে হয়েছে পূণ্য
ছুয়েছে সৌভাগ্যের শিখা চূড়
অসাধ্যকে করেছে সাধন
জল, স্থল, অন্তরীক্ষে করছে বিচরণ।
আমি তোমাদেরই একজন।
আমাকে নিয়ে তোমাদের কথার ঝুড়িতে
কথার শেষ নেই আর;
আমি চরিত্রহীন
আমি লম্পট
আমি স্বৈরাচারী
আমি অমানুষ
আমি হত্যাকারী
আমি স্বাধীনতা খর্বকারী
আমি ভূমিদস্যু
আমি জলদস্যু
আমি প্রতারক
আমি মিথ্যাচারী
আমি বিপথগামী
আমি স্মাগলার
আমি অন্ধকার জগতের একজন
আমার সত্তায় যা আছে
তোমাদের মধ্যেও কোনো একটা আছে
অতএব আমি তোমাদেরই একজন।
আমাকে প্রশংসা করো
আমাকে তুচ্ছতাচ্ছিল্য করো
আমাকে নিন্দা করো
আমি আর তোমাদের মাঝে
দূরত্ব খুবই কম
অতএব আমি তোমাদেরই একজন।