আমার স্বাধীনতা
আমরা করেছি যুদ্ধ
পেয়েছি জয়
পেয়েছি স্বাধীনতা
পেয়েছি নিজস্ব সত্বা
মুক্ত কথন, মুক্ত চলন,
মুক্ত অভিপ্রায় ব্যাপ্তির অদম্য প্রয়াস।
আমার স্বাধীনতা
আমার অহংকার ।
আমার বাংলাদেশ
বিশ্বে আজ সমুন্নত শির।
দারিদ্রের কষাঘাত উপেক্ষিত
মধ্যম আয়ের দেশের বসতি।
আমার স্বাধীনতা
দিগন্তবিস্তৃত পথচলা
স্বাধীন ভূখন্ডে আমার অধিকার
আমার দেশপ্রেম;
আমার দায়িত্ব,
আমার কর্তব্যবোধ,
স্বাধীনতার সম্মান রক্ষা।
স্বাধীনতা অর্জনের শেকর ধরে রাখা।