আমার পৃথিবী আমার অস্তিত্ব
০৬/১১/২০২০

এই পৃথিবীর প্রতিটি ধূলি কণায়
আমার অধিকার আছে।
পৃথিবীর প্রতিফোটা জলকণায়  
আমার অধিকার আছে।
নিশ্বাস নেয়ার মতো সামান্য বায়ুতে
আমার অধিকার আছে।
যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন
তিনি আমার জন্য নির্দিষ্ট ভূখণ্ড
বিভাজন করে দেননি।
নির্দিষ্ট জায়গার খাবার খেতে বলেননি।
আমার জাতীয়তা, আমার ধর্ম,আমার সমাজ
আমাকে আলাদা করতে পারে।
আমার মানবতা বোধ
আমি যে মানব ভ্রূণ থেকে জন্মেছি
তা কেউ অস্বীকার করতে পারে না।
একটি পাখি পৃথিবীর  এক প্রান্ত থেকে
অপর প্রান্ত পর্যন্ত উড়ে যেতে পারে
তাতে কেউ বাঁধা দেয় না।
অথচ আমি মানুষ আমার জন্য কাটা তারের বেরিগেড।
পাসপোর্ট চাই, ভিসা চাই, কর্তৃপক্ষের অনুমতি চাই।
অন্য যে কোন প্রাণীর জন্মে আছে  চরিত্র তার বৈশিষ্ট্য
অথচ আমি, আমার ধর্ম আছে, জন্ম আছে,
সুনির্দিষ্ট বৈশিষ্ট্য নেই।
আমি বদলে যেতে পারি মুহূর্তে।
এটাও যেন আমার একটি অধিকার
কিন্তু না,
পৃথিবীতে আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি
ততক্ষণ আমার সবকিছুতে অধিকার আছে।
আমি না থাকলে কিছুই নেই আমার।
আমার অস্তিত্ব পলে পলে নিঃশেষ হবে।
আমি জানি, আমি মানি, আমি বুঝতে পারি।
তারপরও পৃথিবী জুড়ে আমার অস্তিত্ব আমার সত্বার শেকড় গেড়ে আমি থাকতে চাই।
আমার পৃথিবী আমার অস্তিত্ব।