আমার আমিত্ব সত্বাটাকে
আমি অন্য রকম দেখতে চাই।
আমার অবস্থান
আমার নেতৃত্ব
আমার যোগ্যতার বহিঃপ্রকাশ
আমার সম্মান
আমার আনুগত্যতা
আমার জনপ্রিয়তা
আমি আমার সত্বা জুড়ে
আমার অস্তিত্ববাদকে
আমি সুপ্রতিষ্ঠিত করতে চাই
জন্ম থেকে আমৃত্যু।