আমি যদি এ পৃথিবী ছেড়ে চলে যাই
ক'জন মানুষ আমার জন্য চোখের জল ফেলবে!
ক'জন মানুষ আমার না থাকার জন্য অনুশোচনা করবে!
ক'জন মানুষ আমার না থাকাকে অপূরনীয় ঘাটতি মনে করবে!
ক'জন মানুষ কত দিন আমার জন্য অসহায় অনুভব করবে!
হয়তো কেউ কেউ কষ্ট পাবে।
আবার কারও কিছুই যাবে আসবে না।
পৃথিবী তার মতোই ঘুরবে
চন্দ্র - সূর্য আলো দিবে
বাতাস প্রবাহিত হবে
আমার অবর্তমানে সব কিছুই ঠিক মতো চলবে।
আমার থাকা বা না থাকায় এ পৃথিবীর
কিছুই যাবে আসবে না।