আমাদের জীবনটা একটা দিনের মতো
সকালটা যেমন টলটলে শিশির
টকটকে লাল সূর্য
মৃদুমন্দ বাতাসে ভরপুর।
ঠিক তেমনি আমাদের ছেলেবেলাও
নিষ্পাপ নরম কাদা মাটির মতো।
দুপুরটা বেশ শক্তি, ক্ষমতা, তেজদীপ্ত যৌবনে ভরপুর।
বিকেলটা বড়ো অবসন্ন,
ডুবে যাবে অস্ত রবি পৃথিবীর মায়া শেষে করে ক্ষীণ আলোয় দোদুল্যমান
কখন সায়াহ্ন আসে।
জীবনের শেষ সময়টাও বড়ো ক্লান্ত, জড়া-ব্যাধিতে আচ্ছন্ন
আমাদের জীবনটাও ঠিক একটা দিনের মতো।