একখানা ছবি চোখের কর্নিয়ায় ভেসে আসে বারবার
কিছুই বলে না
নির্বাক ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে
যেন কিছুই বোঝে না
কিছুই জানে না।
কতো দিন হলো কতো কিছু হারিয়েছে সেই ছবি
পেয়েছে অনেক কিছু
অতৃপ্ত আহ্বানে চেয়ে থাকি এখনো।
সে ছবির দিকে তাকালে
সব বুঝতে পারি।
ছবি নয় ছায়া
একটু টান একটু মায়া।