একশো বছর বাঁচতে চাই।
আমি একশো বছর বাঁচতে চাই
আমি হাজার লক্ষ বছর বাঁচতে চাই না
কারণ একশো বছর বাঁচলে
আমি একজন শতবর্ষী পুরুষ হতে পারি
ক'জনার ভাগ্যে হয় এমন বাঁচা
মৃত্যুর পরে আমার সমাধি সৌধ
কতো বড়ো কতটা সুন্দর হবে
তা আমি চাই না
আমার সমাধি পাশ দিয়ে হেঁটে যাওয়া
পথিকের স্মৃতি চারণ আমি চাই না।
আমি একশো বছর বাঁচতে চাই।
আমার জীবদ্দশায় দেখতে চাই
আমার পরবর্তী দুটি প্রজন্ম কেমন আছে
তারা কতটা সফলতা নিয়ে
আমার সাথে জীবন কাটাচ্ছে
আমি এর চেয়ে বেশি কিছু চাই না।
আমি আমার সক্ষমতা নিয়ে
একশো বছর বাঁচতে চাই
আমার পরবর্তী প্রজন্মের ব্যর্থতায়
হাজার বছর লক্ষ বছর বাঁচতে চাই না
কেউ আমার সক্ষমতাকে ক্ষুন্ন করুক
তা আমি চাই না
আমি যেমন আছি ঠিক তেমনি
আমি আমার মতো করে
একশো বছর বাঁচতে চাই।