অকারণ

আপনকে চিনতে আপনারে চিনাতে
রচে যাই মোরা আপন ভুবন
চেয়ে চেয়ে দেখি এ ধরার বিশ্বরূপ
ভুলে যাই  সব অকারণ ।

ভালোবেসে যারা কাছে ডেকে নেয়
ছুটে যাই তারই পাশে হায়
ভুলে যাই সব ক্ষণিকের পরে
নিজেতেই নিজে করি বিচরণ।  

ক্ষণিকের তরে এ ভুবন জুড়ে
মায়ার মোহে নিজেকে জড়ায়ে
আবেগের টানে মিশে যায় প্রাণ
ভুলে যাই সব অকারণ ।