আজকের হিসাব
অাগেকার দিনের চেয়ে
ভালোবাসার টানটা কেমন যেন কমতে বসছে।
ডট কমের এই যুগে
মনটা যে নেহাত কমবে
তা আর বলার অপেক্ষা রাখেনা।
গাণিতিক হিসেবে ভালোবাসায় যোগ বা গুণের
হিসেবটা কমলেও বিয়োগ বা ভাগের
হিসেবটা দিনে দিনে ঠিক বেড়েই চলছে।
সন্তানকে উপযুক্ত মানুষ করতে
সন্তান- সন্ততি কমলেও
ভালোবাসা আদৌ বাড়েনি।
বরং এক সন্তানের মা-বাবাকেও কিনা
থাকতে হচ্ছে বৃদ্ধাশ্রমে।
অথচ এখানে মা-বাবার ধারনা
সন্তান কম হলে-
তাকে মানুষ করা,
সম্পদের ভাগ,
সংসারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অনেকটা সহজ।
এই সহজের হিসেব রাখতে
আজকাল মা-বাবারা যতটা ক্লান্ত, পরিশ্রান্ত, অন্যের দ্বারস্থ হন
তা কিন্তু আগেকার মা- বাবারা হননি।
তাহলে হিসেবে কী দাঁড়ালো।
যোগ আর গুণের ফলাফলে
নামছে বিয়োগফল আর ভাগফল।
আজকের আমাদের হিসাবটাই
কেমন যেন উল্টে যাচ্ছে।