আজ জন্ম শত বর্ষ
১৭/০৩/২০২১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে
শেখ পরিবারের কোলে
জন্ম হলো ঊনিশ শত বিশ সালের
সতেরো মার্চ যে শিশুর
ছেলেবেলার ডাকনাম খোকা,
আজ সে বঙ্গবন্ধু শেখ মুজিব
বাংলার স্রষ্টা, স্বপ্ন পুরুষ
বাঙালি জাতির পিতা।
দরদে, স্নেহ বাৎসল্যে
যিনি ছিলেন সকলের পাশে।
শীতে জরিয়েছেন চাদর
বর্ষা দিয়েছেন ছাতা
ক্ষুধায় দিয়েছেন খাবার,
বাঙালির অধিকার আদায়ে
কখনওবা স্থান হয়েছে তাঁর
হায়নাদের কারাগার।
তবু  হাল ছাড়েনি
বাড়িয়েছে মমতার হাতে
দেশ মাতৃকার অকুতোভয় সন্তান যেন
ছুটে আসে তাঁর ডাকে।
দিয়েছেন বাঘের হুংকার
তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর।
জন্ম শত বর্ষে তোমাকে
জানাই বিনম্র শ্রদ্ধা,
তুমি বাংলার প্রবাহিত
বাতাসের সাথে মিশে আছো
কুলকুল ধ্বনিতে বাংলার প্রবাহিত
স্রোত ধারায় মিশে আছো।
আজ জন্ম শত বর্ষে তোমাকে
স্মরণ করি মোরা বাঙালি জাতি,
তুমি বাংলার গর্বিত সন্তান
বিশ্ব বরেণ্য নেতা।
তুমি বাংলার দূত
তুমি শান্তি পতাকা
এনে দিলে ভূখণ্ড বাংলার স্বাধীনতা।