মাঝে মাঝে কেমন জানি
কথাবার্তায় অগোছালো হয়ে যাই
কি বলতে কি বলে ফেলি
নিজেই জানিনা।
অনেক সময় কাজে কর্মেও
বেশ অগোছালো হই;
পড়ার টেবিল
শোবার ঘর
খাবার টেবিল
আলমারি, আলনা, ড্রেসিং টেবিল
সব আলুথালু হয়ে পড়ে।
আসলে জীবনটাই তো অগোছালো।
ছোট্ট জীবনটা গোছাতে গোছাতে
এর ছুটির ঘন্টা বেজে যায়।
অসমাপ্ত হয়ে পড়ে থাকে
অনেক কিছুই ।