অদ্ভুত প্রেম
মাঝে মাঝে পথে দেখা হয়ে গেলে
ভালো লাগে অনেককেই।
কিছু না জেনেই পোশাক
চলার স্মার্টনেস দেখে
মনের মধ্যে খুনসুটি লাগে।
কি জানি কি!
কোথায় যাচ্ছে, কি করছে, ইত্যাদি।
এক অদ্ভুত প্রেমে মজে যাই
মনে ভাবি যা খুশি তাই।
যদি একটু পাশে বসতে পারতাম।
পরিচয়টা নেয়া যেতো
একটু যদি হাতটা ধরা যেতো!
মনে ভাবি আর বিরবির করে বলি,
একটু এদিকে তাকাও না।
অস্ফুট স্বর তার কান পর্যন্ত যায় না।
কি যেন এক তৃষ্ণায়
মাঝে মাঝে চেয়ে দেখি।
অদ্ভুত প্রেম নিবেদন করি মনে মনে।