০৬/০৮/২০২১
একটু খানি আদর পেতে
কে না বলো চায়
আদর পেলে খুকুর মুখেও
হাসি শোভা পায়।
প্রিয় জনের আদর পেলে
মনটা সুখে ভাসে
ভালো লাগার খুশির টানে
একা একা হাসে।
আদর ছাড়া দুনিয়াটা
একেবারেই ফাঁকা
সব থাকাতেও কিছুই নেই
শুধুই বেঁচে থাকা।
অনাদরের মাঝে
একটু আদরের ছোঁয়া
দিতে পারে অমৃত সুখ
ভালো থাকার হাওয়া।
ভালো যদি থাকতে চাও
আদর দিবে-নিবে
সুখের জীবন কাটবে তখন
সুন্দর এই ভবে।