যখন আত্মা বা রুহু নামের
অদৃশ্য শক্তিটা আমার থেকে চলে যাবে
আমার নিথর শরীরটা অসার হয়ে পড়ে থাকবে
তখন এটাকে নিয়ে যতই জল্পনা কল্পনা করো
কি লাভ হবে!
আমার অস্তিত্ব আমার সত্তার
কোন উপলব্ধি ওটা থেকে আর আসবে না।
হয়তো কিছু দিন বাতাসে আমার মনোজগৎ নিয়ে অনেক কথা ভেসে বেড়াবে,
আবার কদিন বাদে নতুন কোনো ঘটনায়
চাপা পড়ে থাকবে।
বিশাল পৃথিবীর বুকে ক্ষুদ্র সময় নিয়ে
কতো কথা,
কতো স্বপ্ন,
কত ভবিষ্যত!
অথচ আমি এক অদৃশ্য শক্তির
হাতে করায়ত্ব।
কিছুই নেই আমার।
কেবল অদৃশ্য শক্তির সহায়তায় আমি পরিচিত।
আমি সমাদৃত, আমি বেঁচে আছি।