আবার যদি সেই দিন আসতো
সব ভুলগুলো শুধরে নিয়ে
নিজের মতো করে জীবন সাজাতাম।
যে দাগগুলো জীবনের পচন ধরিয়েছে
যে কষ্টগুলো জীবনকে বিষাক্ত করেছে
তা আর হতে দিতাম না।
আসলে জীবন বোধের উপলব্ধি তখনই হয়
যখন আর সময় থাকে না।
ভুল আর ভুল থেকে যে শিক্ষা নেওয়া হয় তাকে পুরানো জায়গায় ফিরে আনা যায় না।
অন্ধকারে দিকভ্রান্ত পথিকের মতো
ঐ জায়গা থেকে বের হওয়ার জন্য অদম্য মনোবলে শুধু মুক্তির স্বপ্ন দেখে
সময় কাটিয়ে উঠতে পারে বটে
কিন্তু ফেলে আসা দিন আর আসে না।
হায় হুতাশ করে করে
একদিন জীবনের যবনিকা টানা হবে,
মনের টানাপোড়নে সময় গড়িয়ে গেলেও এক অসহায়ত্ব বোধ জীবনকে দুমড়ে মুচড়ে দেয়।
আবার যদি সেই দিন আসতো
তাহলে আবার নতুন স্বপ্নে
বিশুদ্ধ জীবন সাজাতাম।