আবার এসো একদিন
সেই বয়সে,সেই রূপে, সেই গুণে,
মনের মননে
স্নেহময় শীতল পরশে
চুপিসারে
সবার অলক্ষ্যে
নির্জন নিরালায়।
আবার এসো একদিন
ভালোবাসার ডালি সাজিয়ে
নিজেকে উৎসর্গ করে
এসো একদিন
আগের মতো ভালোবাসতে।