তুমি আমার দিকে তাকাওনা কেন জানি
ভয় পেয়ে যাও, পাছে ধরা পড়ে কেলেঙ্কারি।
ওই চোখে যে কান্না আছে আর
ওই ঠোঁটে যে শ্লেষ, শেষে লুকাতে না পারি?
তুমি আড়ে তাকালেও আমি বুঝতে পারি!
আমার আস্তাকুঁড়ে শব্দ অনেক কম
তাই নিঃশব্দে ঠাঁয় বসে থাকি;
তোমার দৃষ্টি মাপি।
তোমার থেকে আমার দৃষ্টি
একটা আস্ত কৃষ্ণগহ্বর;
ঢুকলেই শেষ শুভঙ্করের ফাঁকি
তাই নিঃশব্দে ঠা-য় বসে থাকি।