অমিতকে লাবণ্য যেতে দিয়েছিল
কী ভাবে? আমি জানি না।
একলাটি তোমায় যেতে দিতে
আমার মন সরে না।
তবু,
আমাকেও লাবণ্য হতে হয় মাঝে মাঝে।
তোমাকে ছুঁয়ে তোমার আঘ্রাণে
অভ্যস্ত আমি;
তোমাকে ছাড়া শূণ্য ঘরে
একাকী আমি।
তাই,
অভ্যস্ত আমি, একাকী আমিকে তাড়া করে।
একাকিত্ব আমায় অমিত করে।
আবেশ সাগরে
উন্মনা আমি সাঁতরে বেড়াই
এপারে-ওপারে।
দৈনন্দিন ব্যবহৃত ভালোবাসা
একটু একটু করে বর্ণ হারায়;
এই অবকাশে_
স্যাঁৎসেঁতে আদরগুলোকে
রৌদ্র তাপাই।