আমি আই এস আই এস
     বা ইউ এস নই;
তাই রক্ত চেখে দেখিনি।
আমি উত্তর কোরীয় নই
তাই স্বজনের মাংস কেমন হয় জানি না।

তবে, আমি তোমার স্বাদ জানি
তোমার উত্তাপে পুড়েছি আমি বহুবার।

নিউক্লিয়ার বোমার গন্ধ কেমন
      আমার জানা নেই
জাতিতত্ত্বের দগদগে ঘায়ে
অ‌্যান্টিবায়োটিক কাজ করবে কী না
  আমি সে বিষয়ে অজ্ঞাত।

তবে, আমি তোমার গন্ধ শুঁকেছি
তোমার নোনা হাসি
       আমাকে উন্মাদ করেছে বারবার।




( উত্তর কোরীয়া প্রসঙ্গে বলতে চাই, আমি পত্রিকায় দু'বছর আগে একবার পড়ে ছিলাম উত্তর কোরীয়ার কোথাও কোথাও অভাবের তাড়নায় মানুষ নিজেদের মৃত স্বজনের মাংস খাচ্ছে এবং তা সংরক্ষণ করে রাখছে।)