এতো কী দুঃখ যে তোর
               কাঁদিস অমন করে?

          কীসের জ্বালায় অমন করে
            বুকখানি তোর চিড়ে?

          কী বিরহ আঁকিস-রে তুই
              কালো কাজলে?

         কেন মুখ লুকোস-রে তুই
             ঢেকে আঁচলে?

        কোন আগুনে পুড়িস-রে তুই
              বুকের ভেতর?

           কী এমন ব্যাথা তোর
               মেঘ ডম্বর?