আজকাল গোধূলীটাকে
আর আলাদা ভাবতে পারি না।
দিগন্তে ছড়িয়ে থাকা রক্তিম আভাটুকু
যেন, আমারই অস্তিত্বের জানান দেয়।
গতিহীন জলে এখন
পরজীবীদের বসবাস।
সায়াহ্নের আলোটুকুর মত
আমার রক্তকণাগুলো
আজ অজানার মুসাফির।
কোমল পানীয়র শেষ চুমুকের মত
মনে হয় সবকিছু;
এই যা ফুরিয়ে গেল!
সন্ধ্যা নামার ক্ষণে
নীড়ের টানে
হাট ভাঙ্গা পাখিদের ছুট।
একটি সূর্যের প্রতীক্ষায়
একটি সূর্যের মৃত্যু
আনন্দ দেয় বীভৎস;
মরীচিকার মত।
আহা!জীবন কত সুন্দর!