ক্ষতগুলো আজকাল আর
শুকানোর ফুরসত পায় না।
একের পর এক আঘাত
সয়েই চলেছে শরীর টা
উত্তর- দক্ষিণ বাহুকে দোষারোপ করে
সব কিছুর জন্য দায়ী তুই!
আগুন বা রক্ত
সব কিছুতেই যেন চেনা গন্ধ পাই
স্টোর রুমে জমে থাকা ধুলোর মতো।
গ্রন্থিগুলো সব অবিশ্বাসী হয়ে উঠেছে!
করোটি এখন বিভক্ত
বিপরীত মেরু মুখী।
১৭ ই ফাল্গুন, ১৪২১