জানো কী?
আমি আকাশ ছুঁতে পাই
জোছনায় ভিজে, জোনাক সেজে
উল্কা হয়ে ছুটে যাই।
আমি গোধূলির ধুলো
সঙ্গোপনে গ্রীষ্ম কালের
ফোটা শিমুল তুলো।
আমি অধরের হাসি
যার লাগি কত
কবি-রাজা-ওঝা হয়েছে বনবাসী।
আমি পিলসুজ
প্রদীপের কাণ্ডারী
রইলেম যদি বা অন্ধকারে
সারা জীবন আলোর-ই।
আমি খোলস মুড়ে থাকি
ক্লান্ত চোখে
ফাগের রেণু ছড়িয়ে দিয়ে
ছোঁয়াই জাদু কাঠি।
৩রা ফাল্গুন১৪২১।