মা, মাগো
তোমায় পড়ছে ভীষণ মনে।
তোমার, কেমনতর কাটছেে গো দিন?
ভাবছি মনে মনে।

পড়ে কী মা মনে?
কোন কাজে বসতে যখন তুমি
অমনি কোলের আসনখানি
দখল নিতুম আমি?

ইচ্ছে করে তেমনি করে
ঝাপিয়ে পরি গিয়ে;
ছোট্টবেলার মতো
সকল খেলা ভুলে।

তুমিও কী মা আমার কথা ভাবো?
বুকের ভেতর শ্বাসটি চেপে
গোপন ব্যাথায় কাঁদো?