নিরুপদ্রবে কবিতা লিখছি, গ্রহণমুক্ত রাহু,
শব্দে লালন, ছন্দে কবীর -
পাতা ছাওয়া মন শান্তির নীড়,
ধারন করতে কবিতা শরীর, অবারিত করি বাহু।।
নিরুপদ্রবে কবিতা লিখছি, এপিটাফ যাবো লিখে,
কবিতা জ্যোৎস্না, কবিতা মিহির -
পাতা ছাওয়া মন শান্তির নীড়,
কত কবিতাই ঘন হয়ে এল, কত গেল হয়ে ফিকে।।
নিরুপদ্রবে কবিতা লিখছি, ভাঙা নৌকার হাল,
কাব্যপ্রানেতে উঠেছে জিগির –
পাতা ছাওয়া মন শান্তির নীড়,
কবিতা শুধুই কবিতা লিখছি, লিখে লিখে নাজেহাল।।
নিরুপদ্রবে কবিতা লিখছি, গোলাপে-প্রলাপে নিপবন,
কবিতা আমার প্রাণমন্দির -
পাতা ছাওয়া মন শান্তির নীড়,
রয়েছি তোমাকে জড়িয়ে কবিতা, কবিতায় চুম্বন।।
নিরুপদ্রবে কবিতা লিখছি, আকন্ঠ হলাহল,
অন্তর ত্যাজি কবিতা বাহির -
পাতা ছাওয়া মন শান্তির নীড়,
কবিতা আমার যাপিত হৃদয়, কাক-কাক-জল-জল।।
নিরুপদ্রবে কবিতা লিখছি, রেশম বিছানো পথ,
ছায়া সুশীতল স্পর্শ মাটির -
পাতা ছাওয়া মন শান্তির নীড়,
আর এই ভাবে লিখতে লিখতে থেমে যাবে মোর রথ।।
নিরুপদ্রবে কবিতা লিখছি, কবিতাই মোর রব,
হৃদয়ে রঙ্গিন গুলাল আবির -
পাতা ছাওয়া মন শান্তির নীড়,
মলয়বাতাস সিঞ্চিত রাতে, কবিতা করি প্রসব।।