তোমার কোন সুখ নেই,
শুধু আমার আমার করে জড়িবুটি আঁকড়ে ধরা ছাড়া,
শুধুই বুকে আঘাত হানো,
অন্ধকারে লুকিয়ে রাখো নৃশংস কুঠার।

তোমার কোন দুঃখ নেই,
হঠাৎ হা-মুখ খুলে দিয়ে আমায় গিলে নেওয়া ছাড়া,
পাপিষ্ঠ বোবা রাত শুধু লেখনি রেখে যায়,
তোমার ইতিহাস আজ নিজেই বুনে চলেছ তুমি।

তোমার কোন ইতিহাস নেই,
দু একটা অন্ধ কবিতার পাতা ইতিহাসে স্থান পেয়েছে বলে,
মিথ্যে অহংকার করো;
আর আমার কবিতাগুলো ছুঁড়ে দিতে চাও কালরাত্রির শ্মশানে।

তোমার কোন কিছুই নেই,
পারুলডাঙা গ্রামের লাল রাস্তায়,
অথবা মজাপুকুরের পশ্চিমপাড়ে,
আমাকে খুঁজে নিতে চেয়েছিলে সবুজ পাতায় পাতায়,
আজ আর তোমার বলে তোমার কিছুই নেই;
তুমি নিজেই আজ আর নেই।