একটু না হয় খুন করেছি,
কি আসে যায় তাতে?
জ্যোৎস্নারাতে দাঁড়িয়ে ছিলে -
নিঝুম বারান্দাতে।
আলতো করে কোপ মেরেছি -
গলার নিচের শিরা;
এককোপে কি পুরো কাটে?
কালী মায়ের কিরা।
ধড়ফড়িয়ে উঠলে তুমি -
দৃষ্টি তোমার অবাক!
গলগলিয়ে গড়িয়ে গেল -
রক্ত ছটাক ছটাক।
এতেই বুঝি নেতিয়ে গেলে?
মেরুদন্ডহীন!
তোমার রক্তে বিশ্রি গন্ধ -
গা করছে ঘিনঘিন।
ভালো কি আর বাসলে আমায়?
যা পেয়েছি তা খুঁটে!
ভালবাসার চাতুর্য্যতে -
সব নিয়েছ লুটে;
মেরে আমায় পুঁতেই দিলে -
ভুবনডাঙার মাঠে!
তোমায় যেথায় প্রথম দেখি
সুয্যি তখন পাটে।
একটা না হয় খুন করেছি,
তাতে কি আর হবে?
আবার তোমায় বাসব ভালো,
আবার এসো ভবে।