খুব খুব সংক্ষেপে একটা কথা,
এই আসরে বেশ কয়েক জন কবি আছেন (আমি সহ) যারা প্রতিদিন কবিতা পোস্ট করেন, প্রতিদিন, নিয়ম করে।
কেন প্রতিদিন?
১) আমাদের কি আগে থেকেই বেশ কিছু কবিতার স্টক আছে বলে?
নাকি,
২) নিয়মিত কবিতা লেখা / পোষ্ট করা অভ্যাসে দাঁড়িয়েছে বলে?
নাকি,
৩) ডানদিকের প্যানেলে নিজের নামটা ধরে রাখতে (ধরে নিচ্ছি ভাল লাগে দেখতে বলে)?
নিয়মিত কবিদের মতামত চাই,
তার সাথে,
যারা খেয়াল খুশি মত কবিতা লেখেন তাদেরও মতামত চাই।
অপেক্ষায় থাকলাম।
(জানলেও কি বলতাম! পাগল। সবাই দেখে ফেলবে না!)
আগেই বলে নেই, আমার নিয়মিত কবিতা লেখা হয়না!
আমার এখনো মনে আছে,
পরপর ৬-৭ দিন (প্রথমদিকে) কবিতা প্রকাশের পরে আমি ৩ - ৪ দিন কবিতা পোষ্ট করিনি। (আমি একেবারেই নতুন লেখক ছিলাম বলে) ওই, ৩-৪ দিনের প্রতিদিনই আমাদের প্রণব দা (প্রণব মজুমদার) আমার পাতায় রোজ একবার করে এসে মন্তব্য করতো, "আজও এলাম! ফিরলাম খালি হাতে,
আবারও আসবো, কেননা, আপনার কবিতা আমাকে টানে"
বিশ্বাস করবেন কিনা জানি না,
সেই সময় আমার খুব খারাপ লাগত। (পোস্ট না করলেও, একবার করে পাতায় লগইন করতাম!)
খারাপ লাগত এই জন্যে যে, আমার কবিতার জন্যও আসরে একজন অপেক্ষা করে কবিতা পড়ার!!!
আর আমি নতুন কবিতা লিখতে পারছিনা বলে, দিতে পারছি না!
খুব কষ্টের সে বিষয়!
যখন, আপনার অপেক্ষায় কেউ থাকবে, আপনার প্রবল ইচ্ছা থাকা স্বত্বেও আপনি সেখানে যেতে পারবেন না!
সত্যিই খুব কষ্টের সেই বিষয়টা!
আমি এখনো লিখতে পারিনা নিয়মিত!
তবে, আমি এজন্যই কবিতা দিতাম,যে আমার লেখাও কারও কাছে ভালো লাগে!!
সেই মানুষগুলোর জন্য আমি লিখে যেতে চাই নিরন্তর!
কোন কোন সময় প্রকাশ পেয়েছে। কিন্তু সে গুলো এখানে দিতে মন চায় না। মনে হয় ও গুলো তো প্রকাশ পেয়েছে তাহলে নতুন কি লিখলাম। তাই প্রতিদিন লিখতে না পারলে অনিয়মিতই হয়ে যাই, এতে আমার একটুও আফ্সোস্ নেই। বরং অনিয়মিত হলেও তোমরা আমার কবিতা পড়ছ এবং তোমাদের ভাল লাগার উছিলায় আমার কিছু নতুন সৃষ্টি হচ্ছে এতেই আমি ধন্য। সে সাথে কৃতজ্ঞতা বাংলা কবিতা এব্ং তোমাদের মত সুন্দর মনের কিছু কবিদের কাছে। ভাল থেকো...
এই তালিকাগুলো শুরু থেকেই গোলমেলে, কিভাবে কি হত আগে সে বিষয়ে কোন বিজ্ঞাপিত পলিসি ছিল না, তবে ঐ তালিকায় উপরের দিলে নাম থাকলে বাড়তি মনোযোগ আকর্ষণ করা যায় এটি কিছুটা সত্যি, প্রথমে নিয়মিত কবির তালিকাটি দেখাতো বর্ণমালার ক্রম অনুসারে, এভাবে নামের দৌলতে বা নাম বদলিয়ে কেউ কেউ বড় কবি হয়ে গিয়েছিল বা হবার সস্তা চেষ্টা করেছিল, প্রথম দিকে আমি কবিতা আসরে অনেক সময় দিতাম, সবার কবিতা পরতাম, তাই সেরা মন্তব্যকারী তালিকায় আমার নাম প্রথমে থাকলেও নিয়মিত কবির তালিকায় সব সময় নীচের দিকেই থাকতো, তাই একটি পর্যবেক্ষণ ও কিছু ঘটনার প্রতিবাদ জানাতে আমি ঐ সময় অকুল পাথার নামে একটি কবিতা লিখে নিজেও অকুল পাথার ছদ্মনাম ধারণ করি ... ঐ সময়ে ২৮-৯-১৩ ইং তারিখে আমার অকুল পাথার কবিতার নীচে ছদ্ম নাম ধারণ সংক্রান্ত একটি পাদটিকা দেই যার অংশ বিশেষ এখানে তুলে দিচ্ছি
"নিয়মিত কবি তালিকার প্রথমে থাকা নাকি অনেক সুখের, অনেক গৌরবের, অনেকের হিংসার ! আসলেই কি তাই ? কি জানি, নামের কারণে আমি তো কখনো ঐ বর্ণমালা ভিত্তিক কবি তালিকার প্রথমে থাকতে পারিনি, তাই কখনো নেয়া হয়নি ঐ অভূতপূর্ব অভিজ্ঞতার স্বাদ, সাহিত্যের সেবক হিসেবে, মানুষ হিসেবে মনে হচ্ছে একটি অপূর্ণতা রয়ে গেছে । তাই ইচ্ছে হল একটু পূর্ণ হতে, নতুন একটি অভিজ্ঞতা নিতে, নিজেই একবার যাচাই করে দেখতে, আসলেই এ কতোটা সুখের, কিন্তু সেজন্য তো পৈতৃক নাম বদলাতে পারবো না । তাই বর্ণমালা ভিত্তিক নিয়মিত কবি তালিকার প্রথমে আসার জন্য আপাতত “অকুল পাথার” ছদ্ম নামটি নিলাম । এর অবশ্য আরেকটি গৌণ উদ্দেশ্যও আছে, তা হল এই আগাধ সুখের অভিজ্ঞতা নিয়ে “সুখেনের সুখ” নামে একটি কবিতা লেখার গোপন ইচ্ছে । এই আত্মজ্ঞান লাভের চেষ্টাকে আশা করি মাননীয় অ্যাডমিন ও কবি বন্ধুরা ক্ষমা সুন্দর চোখে দেখবেন । ধন্যবাদ ।
কেউ কেউ কিসের নেশায় এসব করছে তা নিজেই একটু দেখতে ইচ্ছে হল ।আমারটা একটি প্রতিবাদও বটে, তবে ভিন্ন ধারায় । যে লাইনে কেলি হচ্ছে সে লাইনেই প্রতিবাদ করলাম । কিছু কিছু লোকের কাছে গৌণ জিনিসই যে মুখ্য হয়ে উঠে তাদের প্রতি কটাক্ষ হানতেই আমার এই পদক্ষেপ । তবে আমি পৈতৃক নাম বদলাইনি, “অকুল পাথার” ছদ্মনামটি নিলাম, যার অর্থ হচ্ছে সুবিশাল সমুদ্র" । এরপর সম্প্রতি এলো নিয়মিতের পয়েন্ট সিস্টেম, এটি দেখে পুরোপুরি আস্থা হারালাম এই ব্যবস্থার উপর, কারন এর সাথে লেখার মানের কোন সম্পর্ক নেই, তাই আমি আর এর ভেতর নেই, আমি বরং এই তালিকা দুটো তুলে দিয়ে বাছাইয়ের মাধ্যমে জনপ্রিয় কবিতার একটি তালিকা চাইব । কারন এ দুটো তালিকার কারনে কবিতা আসরের পরিবেশ নষ্ট হচ্ছে, কেউ কেউ লেখার মান উন্নয়নের দিকে না হেঁটে মন্তব্য দিয়ে সেরার তালিকায় নাম তুলে সস্তা জনপ্রিয়তার দিকে হাটছে, বেশী বলতে গেলে বাজে বকবক করতে হয় এদের মন্তব্যও বেশীর ভাগ সেরকমই যা প্রায়ই বিব্রতকর ।
গতকাল বোদরুল আলমকে আমার কবিতার মন্তব্যে একটি প্রতি মন্তব্য দিয়েছিলাম তার থেকে কিছু অংশ তোমাকে কপি দিচ্ছি "বাংলা কবিতায় কোন ফিল্টারিং নেই যে কেউ এসেই লেখা দিতে পারে, তাই এখানের লেখা যে খিচুড়ি হবে সেটা স্বাভাবিক, তবে আমি বাংলা কবিতাকে দেখি নিয়মিত চর্চার ক্ষেত্র হিসাবে, চর্চার এই সুযোগ যে কাজে লাগিয়ে নিজের উচ্চতা বাড়াতে পারবে সেই লাভবান হবে, সেই সঠিক পথে আছে, আর এখানকার নিয়মিতের তালিকা ও প্রতিদানে ভালো মন্তব্য পাওয়ার জন্য কিছু মন্তব্যের ঝড় বয়ে যায় যা কোন জাতেই পড়ে না, লেখা না পড়ে, না বুঝেই মন্তব্য, এখানকার মন্তব্য প্রতিমন্তব্য পড়লে মনে হয় সবার লেখা মনে হয় খুব ভালো হচ্ছে, আসলেই কি তাই, আসরের অনেকেরই লেখাপড়া খুব কম, লেখা একটি জায়গায় দাড়িয়ে আছে, শুধু সংখ্যার কলেবর বেড়ে চলেছে, এবার আমার মন্তব্য প্রসঙ্গে বলি, সব লেখা কিন্তু মন্তব্য দাবী করে না, এখানে হাতে গোনা কিছু লেখা ভালো, আমি লেখা বলছি, খেয়াল করুন, লেখক নয় কারন কোন লেখকেরই শতকরা ১০০ % লেখা ভালো হয় না, হোক সে রথী মাহারথী, প্রায় সব প্রতিষ্ঠিত লেখকেরই কিছু লেখা থাকে ভালো, বাকিগুলো কলেবর মাত্র, অলঙ্কার নয়, নাম এবং জনপ্রিয়তা দেখে যখনই কোন লেখকের সৃষ্টির ভেতর ঢুকতে গেছি এই একই অভিজ্ঞতা হয়েছে আমার, লেখক ভেদে এর কিছু হেরফের হয়েছে মাত্র, তাই এখন প্রিয়র কথা আসলে আমি একক কোন লেখকের নাম না বলে নির্দিষ্ট কিছু লেখার কথা বলতেই বেশী সাচ্ছন্দ্য বোধ করি" ...
তাই এই বিষয় নিয়ে আমি আর মাথা ঘামাই না যারে খুশী দেখাক, যেভাবে খুশী দেখাক, তবে যদি আমার মতামত চাওয়া হয় তবে বলব "লেখার মান ছাড়া আর কোন সেরাকে আমি কুর্নিশ জানাই না" কারো সাথেই আমার ব্যক্তিগত বিরোধ নেই কিন্তু ঐ তালিকায় যখন এমন কারো নাম দেখি যার লেখা পরিণত নয়, যার দৃষ্টি প্রসারিত নয়, যার ভাবনার গভীরতা নেই তখন দুঃখ পাই, শত হলেও ঐ তালিকাটি বাংলা কবিতার স্বারক বহন করছে, তখন বুঝতে পারি সাইটটাকেও তো চালু রাখতে হবে, পতঙ্গকে আকৃষ্ট করতে যেমন আলো লাগে তেমনি ঐ তালিকা দিয়ে কিছু হালকা মানুষকে আকৃষ্ট করে সাইটের ভিড় ঠিক রাখার একটি বাণিজ্যিক ব্যাপারও থাকে, কোন কিছুই যে আজ আর ফ্রীতে মেলে না .