গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত।
না না! ঋতু কয় প্রকার ও কি কি - আমি ক্লাশ নিতে আসিনি।
একটা প্রশ্ন মাথায় গেঁজেছে মান জেগেছে আর কি! রবি বাবুর কথা ছেড়েই দিলাম, বহুকাল থেকে আজ অবধি অনেক অনেক কবি এই ছয়কালে ষড়ঋতু নিয়ে কবিতা লিখে এসেছে।
মনে কর এখন বর্ষা। এই সময়ে কি বর্ষা নিয়েই কবিতা মাথায় আসে? বা হেমন্ত কালেই কি হেমন্ত নিয়ে কবিতা ছড়িয়ে যায় মগজে? হয়ত অনেক কালে শীত নিয়ে কবিতা লেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে শীতকালেই কি শীত নিয়ে বেশী কবিতা লেখা যায়?
আসল কথা, সত্যিই কি ঋতু আমাদের তাঁকে নিয়ে কবিতা লিখতে সাহায্য করে বা ভর করে?
তোমাদের মতামতের আশায় থাকি তাহলে?
ঋতুর প্রভাব কবির মনে নাড়া দেবে এটাই স্বাভাবিক। তবে কবি আষাঢ় মাসে বসন্তের কবিতা লিখতেই পারেন।
তবে, বর্যা এবং শীতের প্রভাবখানি সরাসরি। বসন্ত! শুধু কাব্যতেই তা প্রকৃতির যৌবন বলে কবিগণ বেশি কবিতা লিখেন। তবে, দু'একটি কোকিলের ডাক (এখন অবশ্য কমে গেছে) ছাড়া 'বসন্ত' তেমন প্রকট হয়ে উঠে না, যতটা বর্ষা বা শীত।
তবে, ঋতুর পরিবর্তন কবিদের লেখায় বেশ দেখায় যায়। জীবনানন্দ দাশ হেমন্তকে, রবীন্দ্রনাথ বসন্ত ও বর্ষাকে বেশী তুলে এনেছেন।
কবি মনে ঋতুর প্রভাব কিছুটা বেশ ঝাঁকালোভাবে পড়ে।
ভালো থেকো অজিতেশ।
খুব খুব ভাল থাকবেন ।
মানুষের মন বিচিত্র।আমার মনে হয় যেকোন ঋতুতেই আমরা আমাদের তাকে নিয়ে লিখতে পারি। এতে ঋতুর প্রভাব থাকে না। আর থাকলেও তা কম।
ভাল থাকবেন /