জানি না তো অনেক কিছুই,
চেঙ্গিস খানের জন্ম পরিচয় জানি না,
মৃত জ্যোৎস্নার ইতিহাস জানি না,
সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা জানি না,
অগ্রজ কবিদের সাফল্যের সুত্র জানি না,
পরিচ্ছন্ন প্রেমের সংজ্ঞা জানি না,
দোয়াঁশলা নারীর আদিম জনগনণা জানি না,
জানি না তো অনেক কিছুই,
স্মৃতিও আজকাল ক্ষীন হয়ে আসছে,
যেটুকু কালকের ছিল, সেটুকু নিয়ে উড়াল দিয়েছে রাতের পাখী,
আজকেরটুকু সম্বল করে একটা কবিতা লিখতে জানি,
আর জানি বলতে তোমায় অকপটে – ‘ভালোবাসি’।