জানি এ পঙক্তিটি লেখার প্রাকমুহুর্তে,
আগে থেকেই লেখা হয়ে যাচ্ছে,
গুহাগাত্রে, আগ্নেয়গিরির কন্দরে, রৌদ্রের ছায়াশিবিরে,
- হাতের মধ্যমার ইশারা
- চোখের নিচের কালিমা
- কোমরে জমে থাকা ঘাম
- যৌনাঙ্গের স্বপ্নকুশ
- ব্যস্ত জনপদে আর্তনাদ
- বৃন্তমূলে চরম শাস্তির আয়োজন
তবু জানি এক উড়োচিঠি আসবে খুব সন্তর্পনে।