ভাঙ্গো যদি ভাঙ্গতে চাও প্রাচীন গার্হ্যস্থ,
পুরনো শেকল, জীর্ণ বাহু, সুবিধ্বস্ত।
কোয়ান্টাম ফিজিক্সের মত ইচ্ছেরা আজ,
কাশফুলে স্বাক্ষরিত পরিত্যক্ত সাজ।
এ জন্ম, এ শব্দের মায়াজাল ছিঁড়ে -
নিভৃতে প্রস্থান হবে, মিশবো না ভিড়ে।
আত্মগোপনকারী দেবতার আচ্ছন্ন ভান,
তবুও কন্ঠে ধারন – সুজলাং, সুফলাং!
বৈদিক যাগযজ্ঞে মন্ত্র-মন্ত্র খেলা;
ধ্বংস কর, না চাইলে এই ‘ভোরবেলা’।
নিরম্বু উপবাস কিংবা নৈশ অভিযান,
হে রবাহুত, তোমার তরে বসন্তের আঘ্রাণ।