লক্ষ লক্ষ সলতের ন্যায়  |   মানুষ-প্রদীপ জ্বলে,
নিভে যায় তারা  |   যখন তখন  |   অনিয়ম প্রতি পলে,
নীল বরফের দেশ   |    সে তো এক   |   অজানা আবিষ্কার,  
অথবা অথৈ  |   সাগরের নিচে  |   রহস্য-উদ্ধার,  
জেরুজালেমের  |   নদীতে আবেগে  |   শ্রমণের চাহিদা,
দুরবীনে দেখে  |   রমণীমোহন   |   মৈথুন মুসাবিদা,
তুচ্ছ কাজেই  |   নির্বাহমান  |   ঘাম-রক্তের নদী,
শতসহস্র  |   ধারা-প্রসবিনী  |   অভিমানে প্রতিবাদী,
জ্ঞানের তুচ্ছ নিয়মে  |   কালো রক্ত জমাট হাতে,
ঘুমে আধো-জাগরণে  |   সাক্ষাৎ হয়  |   স্বয়ং নুহুর সাথে,
আদি তৈমুর  |   মৃত পায়েতেও  |   চরমতম ধূর্ত,
সদা আগুনে  |   নিয়ত নষ্ট  |   অতি শুভ মুহুর্ত,    
জেরুজালেমেও  |   অপরূপ সাজি  |   মক্কা-অধিষ্ঠান,
চোখে ঝরিয়েও  |   অশ্রুবারি  |   হানে সে মদনবাণ,
আর এভাবেই  |   বয়ে চলে যায়  |   ঘাম-রক্তের নদী,
আসব আবারও  |   ফিরে এই পথে  |   আবারও সপ্তপদী।




* প্রতি পংক্তির মাঝে ‘|’ চিহ্নটি বসানো হয়েছে শ্বাসাঘাত অনুসারে
* এছাড়া আর কোন নিয়ম মানা হয় নি।