আজ দুয়ার ভেঙে রোদ এসেছে,
প্রাণ ভেসেছে,
চল না ভিজে আসি
আজ মেঘের কপাট দরাজ খোলা
পাগলা ভোলা
বল না ভালোবাসি
আজ তৃষ্ণা আমার উদোম বুকে
বেজায় সুখে
খোল না মনের দ্বার
আজ আকাশ মেঘে মাখামাখি
হিসেব বাকি
রাখার কি দরকার
আজ এমন দিনে সবুজ বনে
সঙ্গোপনে
ঠোঁটেই হবে দেখা
আজ হাওয়ার আদর দিচ্ছে পাড়ি
মেঘের বাড়ি
সুপ্ত সুখের রেখা
আজ বিকেল হলেই বৃষ্টি হবে
খুব নীরবে
আয় না চিলেকোঠায়
আজ আবার নাহয় ভিজব মোরা
বুদ্ধু ছোঁড়া
কার কি আসে যায়
ইউটিউবে আমার কিছু কবিতার লিঙ্ক -
https://youtu.be/GgFxSSEkoJY
https://www.youtube.com/watch?v=VypQ-rWepJ4
https://www.youtube.com/watch?v=GouCb4Tv2C4